বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।
উক্ত অভিযানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিস্টফার হিমেল রিছিল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
উল্লেখ্য, উদ্বোধন শেষে উপজেলা পরিষদের বিভিন্ন জায়গায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।