বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের সাথে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারী শিক্ষক শাহ জামাল, আব্দুল হান্নান, কামাল আহম্মেদ, নয়ন কুমার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লিফটন মণ্ডল, শিক্ষার্থী লামিয়া আক্তার ও সাব্বির আহমেদ।