বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ১ হাজার ৫০০ দুঃস্থ ও অসহায় শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জিএম সম্রাটের ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার দুপুর ২টায় নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্রাট অ্যান্ড সুমন ট্রেডার্সের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন।
সম্রাট অ্যান্ড সুমন ট্রেডার্সের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা।
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জিএম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, সমাজসেবক জিএম ফিরোজ এবং ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান।