বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ৪ জানুয়ারি একটি মোটরসাইকেল মহড়া ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মহড়াটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।
উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান সমাবেশে বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”
কর্মসূচিতে ছাত্রদল ছাড়াও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।